SMSF71

বিনম্র শ্রদ্ধার সাথে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হলো শহীদ মুক্তিযোদ্ধা দিবস। গত ১৭ ডিসেম্বর ২০২৪ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পলিত হয়।
১৭ই ডিসেম্বর সকালে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মরহুম মো. ইমামুল কবীর শান্ত’র বনানীস্থ সমাধিতে এবং আজিমপুরস্থ শহীদদের সমাধিস্থলে কুরআনখানি, পুস্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মো. আহসানুল কবির এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, বিশ^বিদ্যালয়ের উপাচার্য, ড. শাহ ই আলম, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ুর রহমানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
১৯৭১ সালে বিজয়ের প্রথম প্রহরে ১৭ই ডিসেম্বর শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইমামুল কবীর শান্ত’র কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুসহ মোট ১১ জন সহযোদ্ধা শহীদ হন। তাই তিনি নুতন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে তাঁর ১১ জন শহীদ সহযোদ্ধার স্মৃতির উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছেন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন। একইসাথে তাদের স্মৃতিকে অম্লান রাখতে আজিমপুর নতুন করবস্থানে তাঁদের সমাধিতে নির্মাণ করেছেন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ। এছাড়া শহীদ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের কল্যাণে নিয়মিত সহযোগিতা করে যাচ্ছে এই ফাউন্ডেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *