‘বিজয়ের গান’ কবিতায় কবি নির্মলেন্দু গুণ এভাবেই বাংলাদেশের জন্মের কথা বলেছেন, বিজয়ের কথা বলেছেন। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালির জীবনের সবচেয়ে বড় অর্জনের দিন।
শান্ত-মারিয়াম ফাউন্ডেশন পরিবার দোয়া, শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করবে সেই সব শহীদকে যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বপ্নের স্বাধীনতা। স্মরণ করবে সেই সব বীর সেনানীকে যারা শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। যেসব নর-নারীর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি অন্তরের অন্তঃস্থল থেকে।
আগামী ১৭ ডিসেম্বর ২০২২” শহীদ মুক্তিযোদ্ধা দিবস” উপলক্ষে “শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
ডা.মো. আহসানুল কবির
চেয়ারম্যান
শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন।